দিঘা থেকে আর কত দূরে আছে আমফান?


Odd বাংলা ডেস্ক: ক্রমে পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে আমফান ঝড়। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের আরও কাছে চলে এসেছে এই ঝড়।  পারাদ্বীপ থেকে ৫৭০ কিলোমিটার ও দিঘা থেকে ৭২০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় ৷ প্রতি ঘণ্টায় সমুদ্রের ওপর এই ঝড় এখন গতি বাড়িয়ে ১৪ কিলোমিটার বেগে এগোচ্ছে ৷
১৯ তারিখ থেকে ২১ তারিখ অবধি এই সুপার সাইক্লোন আমফানের ধ্বংসলীলা চালু থাকবে ৷ ১৯ তারিখ আড়াইটার সময় সর্বাধিক গতিতে থাকবে এই সাইক্লোন ৷ সেসময় এই ঝড়ের গতি থাকবে ২৪০ থেকে ২৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা ৷ আর এই সময় যে গতিতে ঝাঁপিয়ে পড়বে এই ঝড় তার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ২৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা ৷

Blogger দ্বারা পরিচালিত.