আর কতক্ষণে পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে আমফান?
Odd বাংলা ডেস্ক: আর বেশি দূরে নেই আমফান। পারাদ্বীপ থেকে ৭০০ কিমি দূরে এবং এ রাজ্যের দিঘা থেকে ৮৯০ কিমি দূরে অবস্থান করছে সুপার সাইক্লোন৷ বুধবার সন্ধেয় দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে ১২০ কিমি বেগে ঝড়ের সতর্কতা জারি হয়েছে। বুধবার সন্ধেয় দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে ১২০ কিমি বেগে ঝড়ের সতর্কতা জারি হয়েছে। আমফানের মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা থাকছে দুই বাংলা ও ওড়িশায়৷ যার মধ্যে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷ এই ঝড়ে সমুদ্রের ঢেউ উঠতে পারে দোতলার সমান৷ এমনই জানিয়েছে এনডিআরএফ৷ আর এই নিয়ে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র ও রাজ্যের৷
Post a Comment