কলকাতা থেকে মাত্র ৩১০ কিলোমিটার দূরে অবস্থান করছে সুপার সাইক্লোন 'আমফান'
Odd বাংলা ডেস্ক: এই মুহূর্তে কলকাতা থেকে ৩১০-১৫ কিলোমিটার দূরে অবস্থান করছে আমফান। আবহবিজ্ঞানীদের অনুমান, সাগরদ্বীপ হয়ে সুন্দরবনকে কেন্দ্র করে আছড়ে পড়তে চলেছে আমপান। পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগণাতেও তা সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। সেই সঙ্গে হবে প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাসও। এই তিন জেলার উপকূলে চার থেকে ১৮ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে।
সামান্য শক্তিক্ষয় করেছে আমফান, কিন্তু তাও 'এক্সট্রিমলি সুপার সাইক্লোনিক স্টর্ম', বলছে হাওয়া অফিস
সামান্য শক্তিক্ষয় করেছে আমফান, কিন্তু তাও 'এক্সট্রিমলি সুপার সাইক্লোনিক স্টর্ম', বলছে হাওয়া অফিস
আমফান আছড়ে পড়ার সময় ঘূর্ণনের গতিবেগ হতে পারে ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার/ঘণ্টা। এমনকি, সেই গতিবেগ বেড়ে গিয়ে হতে পারে ১৮৫ কিলোমিটারের কাছাকাছি। আমফানের প্রভাব কলকাতা, হুগলি, হাওড়া এবং নদিয়াতেও বেশ ভালই পড়বে। কলকাতায় ঝড়ের গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। এমনকি, তা বেড়ে ১৩০ কিলোমিটারও হতে পারে। সেই সঙ্গে চলতে থাকবে প্রবল বৃষ্টি।
দীঘায় জলচ্ছ্বাস-
দীঘায় জলচ্ছ্বাস-
#WATCH Digha in East Medinipur witnesses high tide and strong winds as #CycloneAmphan is expected to make landfall today. #WestBengal pic.twitter.com/sxmX9Jt3Yw— ANI (@ANI) May 20, 2020
Post a Comment