সামান্য শক্তিক্ষয় করেছে আমফান, কিন্তু তাও 'এক্সট্রিমলি সুপার সাইক্লোনিক স্টর্ম', বলছে হাওয়া অফিস


Odd বাংলা ডেস্ক: ক্রমশই সঞ্চয় করে ধেয়ে আসছে সুপার সাইক্লোনিক স্টর্ম আমফান (থাইল্যান্ডের দেওয়া নামের আসল উচ্চারণ উম-পুন)। ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থান করছে দিঘার দক্ষিণ-পশ্চিম থেকে প্রায় ২১০ কিলোমিটার দূরত্বে এলং ওড়িশার পারাদ্বীপ থেকে ১২৫ কিলোমিটার দূরত্বে। 
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আমফান এখন 'সুপার সাইক্লনিক স্টর্ম' থেকে 'এক্সট্রিমলি সুপার সাইক্লোনিক স্টর্ম'-এ পরিণত হয়েছে। যদিও আমফানের সামান্য শক্তিক্ষয় হয়েছে, তাও তার ভয়াবহতা এতটুকুও কমেনি। আজ দুপুর থেকে সন্ধের মধ্যে আছড়ে পড়তে চলেছে দীঘা থেকে বাংলা দেশের হাতিয়া দ্বীপের মধ্যবর্তী অঞ্চলে। 
Blogger দ্বারা পরিচালিত.