সামান্য শক্তিক্ষয় করেছে আমফান, কিন্তু তাও 'এক্সট্রিমলি সুপার সাইক্লোনিক স্টর্ম', বলছে হাওয়া অফিস
Odd বাংলা ডেস্ক: ক্রমশই সঞ্চয় করে ধেয়ে আসছে সুপার সাইক্লোনিক স্টর্ম আমফান (থাইল্যান্ডের দেওয়া নামের আসল উচ্চারণ উম-পুন)। ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থান করছে দিঘার দক্ষিণ-পশ্চিম থেকে প্রায় ২১০ কিলোমিটার দূরত্বে এলং ওড়িশার পারাদ্বীপ থেকে ১২৫ কিলোমিটার দূরত্বে।
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আমফান এখন 'সুপার সাইক্লনিক স্টর্ম' থেকে 'এক্সট্রিমলি সুপার সাইক্লোনিক স্টর্ম'-এ পরিণত হয়েছে। যদিও আমফানের সামান্য শক্তিক্ষয় হয়েছে, তাও তার ভয়াবহতা এতটুকুও কমেনি। আজ দুপুর থেকে সন্ধের মধ্যে আছড়ে পড়তে চলেছে দীঘা থেকে বাংলা দেশের হাতিয়া দ্বীপের মধ্যবর্তী অঞ্চলে।
Post a Comment