সুপার সাইক্লোন ধেয়ে আসছে সুন্দরবনের দিকে! দীঘা থেকে আর মাত্র ১৫০ কিলোমিটার দূরে 'আমফান'


Odd বাংলা ডেস্ক: প্রবল গতিতে এরাজ্যের দিকে ধেয়ে আসছে এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন আমফান (থাইল্যান্ডের দেওয়া নামের আসল উচ্চারণ উম-পুন)। এই মুহূর্তে দূরন্ত গতি বাড়িয়ে দীঘা থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে আমফান। 

আজ সকাল ১১টায় আমফানের অবস্থান ছিল কলকাতা থেকে মাত্র ২৬০ কিলোমিটার দূরত্বে। পারাদ্বীপ থেকে আমফান-এর দূরত্ব ছিল ১২০ কিলোমিটার। গত ৬ ঘণ্টায় ২২ কিলোমিটার দ্রুতবেগে উত্তর ও উত্তরপূর্ব অভিমুখ স্থলভাগের দিকে ধেয়ে আসছে। 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আগেই জানানো হয়েছিল যে, খানিকটা শক্তিক্ষয় করলেও 'সুপার সাইক্লোনিক স্টর্ম' থেকে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে 'এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম'-এ পরিণত হয়েছে ঘূর্ণিঝড় আমফান। আর কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ আজ দুপুর থেকে সন্ধের মধ্যে দীঘা এবং বাংলাদেশের হাতিয়া-র মধ্যবর্তী কোনও এলাকায় ঘূর্ণিঝড় আমফান আছড়ে পড়তে চলেছে। 
Blogger দ্বারা পরিচালিত.