সন্ধ্যা ৬টার পর আরও ভয়াবহ রূপ নেবে আমফান



Odd বাংলা ডেস্ক: ঘনিয়ে এল সেই সময় । শুরু হয়ে গেল সুপার সাইক্লোন আমফানের ল্যান্ডফল । পূর্বাভাস মতই ঠিক দুপুর আড়াইটে নাগাদ উপকূলে আছড়ে পড়ল আমফান । এই প্রক্রিয়া চলবে ৪ ঘণ্টা ধরে । আবহাওয়া দফতর জানাচ্ছে, ঘূর্ণিঝড়ের মেঘের দেওয়াল পশ্চিবঙ্গের দক্ষিণ উপকূলে আছড়ে পড়েছে । দূরন্ত গতিতে স্থলভাগের ভিতরে প্রবেশ করছে সে । ১৭-২০ কিমি গতিবেগে সরছে ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্র । আছড়ে পড়ার সময় ঝড়ের গতি ১৮০ কিমি । তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, স্থলভাগে ঢুকলে উপকূল এলাকায় ঘূর্ণিঝড়ের গতি হবে ১৬০ কিমি । এবং এই ঝড়ের সর্বাধিক ভয়ঙ্কর রূপ থাকবে ঠিক সন্ধ্যা ৬টার সময়।
Blogger দ্বারা পরিচালিত.