কলকাতার পর কোন জেলার দিকে এগিয়ে যাচ্ছে আমফান
Odd বাংলা ডেস্ক: কলকাতার ওপর আছড়ে পড়ল সুপার সাইক্লোন আমফান। আবহাওয়া সূত্রের তরফে পাওয়া খবর অনুযায়ী এই ঝড়ের গতিবেগ আরও বাড়বে সন্ধ্যা ৬টার পর।
র্ণিঝড় আমফানের প্রভাবে বুধবার সকাল থেকেই শহর জুড়ে বৃষ্টি শুরু হয়েছিল তবে হাওয়া সেরকম ছিলনা। মাঝে কয়েকবার আকাশ পরিষ্কারও হয়েছিল। আশার আলো দেখা দিয়েছিল শহরবাসীর মনে। একদিকে করোনা ভাইরাসের আতঙ্ক গত দু মাস ধরে তাড়া করে বেড়াচ্ছিল সবাইকেই। আর তার মাঝেই মূর্তিমান বিভীষিকার মতো এসে পৌঁছালো আমফান ঘূর্ণিঝড়। আর এই ঘূর্ণিঝড় দেখিয়ে দিল মানুষ কতটা অসহায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বৃষ্টির দাপট যেমন বাড়তে শুরু করল, তেমন ভাবেই ঝড় শুরু হতে লাগল। বেলা ৩টা থেকে ঝড়ের দাপট মারাত্মক। বিকাল ৪টে নাগাদ ১০৫ কিলোমিটার বেগে ঝড় হতে শুরু করে কলকাতা জুড়ে, আলিপুর আবহাওয়া দপ্তর জানায় এই ঝড়ের গতিবেগ সন্ধ্যা ৬টা নাগাদ আরও বাড়বে। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী এই ঝড় ক্রমশ এগিয়ে যাবে উত্তর ২৪ পরগণা হয়ে নদিয়ার দিকে। এবং সেখান থেকে উত্তরবঙ্গের দিকে যেতে যেতে শক্তি হারিয়ে ফেলবে এই ঝড়।
Post a Comment