সেলফোন ডেটায় মিলল চাঞ্চল্যকর তথ্য, জানেন, অক্টোবরে ঠিক কী ঘটেছিল উহানের ভাইরলজি ল্যাবে
Odd বাংলা ডেস্ক: বিশ্বজুড়ে করোনা সংক্রমণ নিয়ে গোড়া থেকেই চিনকে দুষে আসছে আমেরিকা। অনেক জলঘোলার পর করোনা সংক্রমণ নিয়ে এর আগে বিস্ফোরক মন্তব্য করে হু জানিয়েছিল যে, উহানের ল্যাব থেকেই সারা বিশ্বে ছড়িয়েছে করোনা ভাইরাস। আর এবার উহানের সেই গবেষণাগার সম্পর্কেই এক চাঞ্চল্যকর প্রমাণ প্রকাশ্যে এল।
একটি সেলফোন থেকে পাওয়া তথ্য বলছে গত অক্টোবর থেকে বন্ধ রাখা হয়েছিল চিনের উহান প্রদেশের ওই ভাইরলজি ল্যাব। 'এনবিসি নিউজ'-এর রিপোর্ট অনুসারে মার্কিন স্পাই এজেন্সি ওই ডক্যুমেন্ট রিভিউ করে খুঁজে পেয়েছেন যে, চিনের উহান ইন্সটিটিউট অব ভাইরলজিতে ২০১৯ এর ৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত কোনও সেলফোন ব্যবহার করা হয়নি। বাণিজ্যিকভাবে উপলব্ধ সেলফোন অবস্থানের ডেটা ভিত্তিক এই প্রতিবেদনটি ইঙ্গিত দেয় যে ৬ অক্টোবর থেকে ১১ অক্টোবরের মধ্যে ওই অঞ্চলে কোনও অবশ্যই কোনও 'ঝুঁকিপূর্ণ ঘটনা' ঘটেছিল, যার জেরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
'ডেইলি মেল'-এ প্রকাশিত খবর অনুসারেস মার্কিন স্পাই এজেন্সির আধিকারিকরা জানিয়েছেন, সেলফোন ও স্যাটেলাইট ডেটা বলছে, ওই সময়কালে ল্যাবরেটরি শাটডাউন করা হয়েছিল। যদিও সংস্থার তরফে পরে জানানো হয় যে, ওই রিপোর্ট অসম্পূর্ণ। রিপোর্টে ল্যাবটি শাটডাউনের সরাসরি প্রমাণ বা করোনাভাইরাস ওই ল্যাব থেকে উদ্ভূত হওয়ার কোনও প্রমাণ দেয় না। ট্রাম্প প্রশাসনের আধিকারিকগণ-সহ অনেকে বিশ্বাস করেন যে উহান ল্যাবে, বাদুড়ের শরীরে করোনভাইরাস নিয়ে গবেষণা করছিল, আর সেখান থেকেই কোভিড -১৯ ছড়ায়, যা এই মুহূর্তে সারা বিশ্বে মহামারির আকার ধারণ করেছে।
নথি থেকে যে বিষয়টি উঠে আসছে যে, হাই-সিকিউরিটি এরিয়ায় যদি ওই ল্যাব শাটডাউন করা হয়, তবে করোনাভাইরাস যে ঘটবাচক্রে ওই ল্যাব থেকেই উদ্ভূত হয়েছিল, তা প্রমাণ করার একটা সম্ভাবনা রয়েছে।
Post a Comment