আবার দুই সাধুর হত্যা, আশ্রমেই গলায় তার পেঁচিয়ে হত্যা করা হয়েছে তাদের


Odd বাংলা ডেস্ক: মহারাষ্ট্রে দু’জন সাধুর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে৷ এর আগে এমন ঘটনা ঘটেছিল পালঘরে৷ এবার নানদেদ জেলায় আশ্রমের মধ্যেই দু’জন সাধুকে খুন করে পালিয়ে গেল আততায়ীরা ৷ বালব্রহ্মচারী শিবাচার্য ও তাঁর সঙ্গী ভগবান শিন্ডে নামে দুই সাধুকে খুন করা হয়েছে বলেই সন্দেহ। আশ্রমের বাথরুমের কাছ থেকে তাঁদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান চুরি করার জন্যই আশ্রমে ঢুকেছিল দুষ্কৃতীরা৷ কারণ সাধুদের খুনের পাশাপাশি আশ্রম থেকে চুরি গিয়েছে নগদ ৬৯০০০টাকা ও ১টি ল্যাপটপও৷ নানদেদের এসপি জানিয়েছেন যে তদন্ত শুরু হয়েছে ৷ তাদের অনুমান আততায়ীরা সাধুদের পরিচিত ছিল৷ এবং সেকারণে তাদের আশ্রমে ঢুকতে কোনও সমস্যা হয়নি৷ পরে তাদের উদ্দেশ্য বুঝে যেতেই বাধা দেন ওই দুই সাধু এবং তখনই মোবাইলের তার দিয়ে তাদের গলায় জড়িয়ে শ্বাসরোধ করে খুন করে দুষ্কৃতীরা৷ আপাতত দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু হয়েছে৷
Blogger দ্বারা পরিচালিত.