সব জায়গায় যখন ছাঁটাই, তখন এই কোম্পানিতে ১৫ হাজার চাকরি, আজই করুন APPLY


Odd বাংলা ডেস্ক: করোনা ঠেকাতে লকডাউন আর লকডাউনের জেরে বন্ধ আয় ৷ একের পর এক কোম্পানিতে ছাঁটাইয়ের নোটিশ ৷ কাজ হারাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ ৷ এমন সময়ে বিপরীত রাস্তায় হেঁটে নিয়োগের সিদ্ধান্ত অ্যামাজন ইন্ডিয়ার ৷ লকডাউনে বেড়েছে অনলাইন শপিংয়ের চাহিদা ৷ বাড়ি বসেই প্রয়োজনীয় জিনিসের অর্ডার আর দোরগোড়ার হাজির সেই জিনিসটি ৷ মার্চের শেষের থেকেই লকডাউন গোটা দেশে ৷ লকডাউনের দ্বিতীয় দফা থেকেই ইকর্মাসের পরিষেবার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করা হয় ৷ মানুষ গৃহবন্দি থাকার কারণে লাফিয়ে বাড়ে চাহিদা ৷ তার সঙ্গে তাল মেলাতেই কর্মী নিয়োগের সিদ্ধান্ত ৷ অ্যামাজন ইন্ডিয়ার সূত্রে জানা গিয়েছে, চাহিদার সহ্গে তাল রেখে পরিষেবা দিতে শীগ্রই ৫০ হাজার কর্মী নিয়োগ করবে এই সংস্থা ৷ কিন্তু আপাতভাবে অস্থায়ী রূপে নিয়োগ করা হবে এই কর্মীদের বলেও জানিয়েছে সংস্থা ৷ ২০২৫ সালের মধ্যে ভারতে ১০ লক্ষ কর্মসংস্থান তৈরির টার্গেট রয়েছে এই সংস্থার ৷ করোনা সংক্রমণের আবহে পরিচ্ছনতা ও স্বাস্থ্য বিধির উপর বেশি গুরুত্ব দিচ্ছে অ্যামাজন ৷ গ্রাহক ও কর্মী উভয়ের স্বাস্থ্যের কথা মাথায় রেখে নিয়ম মেনে স্যানিটাইজেশনের উপরও জোর দেওয়া হচ্ছে ৷ সংসেথার শীর্ষ কর্তা জানিয়েছেন, গ্রাহকদের জন্য আমরা সমস্ত সাবধনতা অবলম্বন করতে তৈরি ৷ ফ্রি ও কনট্যাক্টলেস ডেলিভারির লক্ষ্য নেওয়া হয়েছে ৷ অ্যামাজন গ্রসারি, বিউটি ও বাকি প্রোডাক্ট বিক্রির সঙ্গে সঙ্গে এবার ফুড ডেলিভারির পরিষেবাও শুরু করল সংস্থা ৷ আপাতত শুধু বেঙ্গালুরুতেই এই পরিষেবা সীমিত হলেও শীঘ্রই গোটা ভারতে এই পরিষেবা শুরু করবে অ্যামাজন ইন্ডিয়া ৷
Blogger দ্বারা পরিচালিত.