সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪০,০০০ ছুঁই ছুঁই, মৃতের সংখ্যা ১,৩০১


Odd বাংলা ডেস্ক: সারা দেশজুড়ে লকডাউনের মধ্যেও হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সারা দেশজুড়ে চলতে থাকা লকডাউনের ৪০তম দিনে দাঁড়িয়ে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় চল্লিশ হাজার ছুঁতে চলল। বিকেল পৌনে চারটে পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যাটা ৩৯,৯৮০ জন। 

পাশাপাশি এই মুহূর্তে সারা দেশে করোনা অ্যাক্টিভ রয়েছেন ২৮,০৪৬ এবং পাশাপাশি করোনা যুদ্ধ জিতে সুস্থ হয়ে উঠেছেন ১০,৬৩৩ জন। তবে গত ৪০দিনের লকডাউন পিরিয়ডে সারা দেশে করোনায় মৃতের সংখ্যাও কিন্তু উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই মুহূর্তে মৃতের সংখ্যা ১,৩০১। 

করোনায় মৃত ও আক্রান্তের নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে মোট আক্রান্ত ১২,২৯৬, মৃত্যু হয়েছে ৫২১ জনের। গুজরাতে মৃতের সংখ্যা বেড়ে হল ২৬২, আক্রান্ত ৫,০৫৪। মধ্যপ্রদেশে মৃত্যু ১৫১ জনের। আক্রান্ত ২,৮৪৬। রাজস্থানে মৃতের সংখ্যা ৬৫। আক্রান্ত ২,৭৭০। দিল্লিতে মৃত ৬৪। আক্রান্তের সংখ্যা ৪,১২২।
Blogger দ্বারা পরিচালিত.