আমফানের তান্ডব! কলকাতায় উপড়ে যাওয়া গাছের সংখ্যা প্রায় ৫০০০!


Odd বাংলা ডেস্ক: শহর কলকাতায় কার্যত তান্ডব চালিয়েছে সুপার সাইক্লোন আমফান। প্রাণ হারিয়েছেন প্রায় ৮০ জন। তবে সারা শহরজুড়ে উপড়ে গেল প্রায় ৫০০০ হাজার গাছ। এদিন কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, 'দু-তিনশো নয়, অন্তত ৫০০০ হাজার গাছ পড়ে গিয়েছে'।

কোথাও বাদ নেই সারা কলকাতা জুড়েই উপড়ে গিয়েছে ছোট-বড়-মাঝারি থেকে শুরু করে সুবিশাল গাছও। ঝড়ের দাপট খানিকটা কমতেই উদ্ধারকাজে নামে বিপর্যয় মোকাবিলায় নেমেছে পুরসভা, দমকলবাহিনী এবং কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দলও। গাছ উপড়ে যাওয়ার ব্যহত হয় বিদ্যুত পরিষেবা এবং যোগাযোগ ব্যবস্থাও। 


কিন্তু এই বিরাট বিপর্যয়কে সামাল দেওয়ার জন্য তবুও লোক কম পড়েছিল বিপর্যয় মোকাবিলা বাহিনীতে। আর সেই কারণেই বৃহস্পতিবার কেটে গিয়ে শুক্রবার সকাল পর্যন্ত বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় কার্যত আঁধারে নিমজ্জিত শহরের অনেকাংশ। যার ফলে দেখা দিয়েছে পানীয় জলের সংকট, চার্জ ফুরিয়েছে ফোন ও ল্যাপটপের, লাটে উঠেছে ওয়ার্ক ফ্রম হোমও! 
Blogger দ্বারা পরিচালিত.