লাদাখ সীমান্তে সৈন্য বৃদ্ধি, তবে কি এবার ভারত-চিন যুদ্ধের সম্ভাবনা?


Odd বাংলা ডেস্ক: লাদাখে ভারত-চিন সীমান্তে ফের উত্তেজনা। লাদাখ সীমান্তে ভারত এবং চিন নিজ নিজ সেনার সংখ্যা বৃদ্ধি করেছে- অন্তত উপগ্রহ চিত্র থেকে এই বিষয়টাই স্পষ্ট। জানা গিয়েছে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC) লাগোয়া প্যাংগং সো ও গলওয়ান উপত্যকায় সেনাবাহিনীর সমাবেশ ঘটাচ্ছে চিন। জানা গিয়েছে, ওই অঞ্চলে প্রায় ৮০টি তাঁবু গেড়েছে চিনা সেনা।

স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছে, বাঙ্কার তৈরি করার ভারী যন্ত্রপাতিও নিয়ে এসেছে চিনা সৈন্যরা। এর থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে, চিন বড়সড় কোনও প্রস্তুতি নিচ্ছে গোপনে। আর এই সমস্যাকে সহজে শেষ করার কোনও দায় বেজিং সরকারের রয়েছে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা।

উপগ্রহ ছবিতে ভারতীয় সেনাছাউনিরও অবস্থান দেখা গিয়েছে। তবে চিনের তুলনায় সেগুলি অনেক কম। সেখানে প্রায় ৬০টি তাঁবু তৈরি করেছে ভারতীয় সেনা। তবে, দু-পক্ষই যে একে অপরের থেকে বেশি কিছুটা দূরত্ব রেখেই এই কাজ করছে তাও স্পষ্ট করছে উপগ্রহ চিত্র।

অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইন্সটিটিউটর তরফে প্রকাশিত এই ছবিগুলিতে স্পষ্ট দেখা গিয়েছে, গালভান উপত্যকার কাছে ডিবিওতেও প্রতিরক্ষা বলয় তৈরি করেছে ভারত। এই নিয়ে বেশ  কিছুদিন আগে অভিযোগও করেছে চিন। ভারতের এরূপ প্রবেশকে অবৈধ বলে আক্রমণ করে চিন। তারপর থেকেই চিন ওই এলাকায় নিজের সৈন্য সংখ্যা বাড়াতে শুরু করে বলে খবর।

সাম্প্রতিক অতীতে অন্তত ২ বার ২পক্ষের মধ্যেই সংঘাতের পরিস্থিতিত তৈরি হয়েছে। একবার দুইপক্ষের হাতাহাতিতে প্রায় ১১জন সৈনিক জখম হন। চিনা সেনার বিরুদ্ধে ভারতীয় ভূখণ্ডে আগ্রাসনের অভিযোগ উঠেছে।
Blogger দ্বারা পরিচালিত.