অসমে হড়পা বানে বিধ্বস্থ ৩০,০০০ মানুষ, নষ্ট ৫৭৯ হেক্টর জমির ফসল, বাড়ল করোনা আক্রান্তের সংখ্যাও


Odd বাংলা ডেস্ক: একেবারে গোড়ার দিকে অসমে করোনা থাবা না বসালেও, ধীরে ধীরে রাজ্যে পরিযায়ী শ্রমিক ফেরার পর থেকে এক ধাক্কায় অনেকটা বেড়েছে অসমের করোনা আক্রান্তের সংখ্যা। এবার সেই বৃদ্ধিতে আরও একটু গতি সঞ্চার করল বন্যা। হড়পা বানে ক্ষতিগ্রস্থ অসমবাসী সেইসময়ে এক লাফে সর্বোচ্চ পরমাণে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে সোমবার অসমে মাঝারি থেকে ভারি বর্ষণের ফলে ক্ষতিগ্রস্থ হয়েছেন রাজ্যের ৫ জেলার মানুষ। সেইসঙ্গে অসমে করোনা আক্রান্তের সংখ্যা ৫০০-র গণ্ডি ছুঁল।

অসমের লখিমপুর, ডেমাজি, ডিব্রুগড়, দাড়ং এবং গোয়ালপাড়ার ৩০,০০০ হাজারেরও বেশি মানুষ বন্যাবিধ্বস্থ। সরকারি তথ্য অনুসারে, সরাসরি বন্যার কবলে পড়েছে ১২৭টি গ্রাম, যার ফলে ইতিমধ্যে ৫৭৯ হেক্টর জমির ফসল জলের তলায়! আর এই পরিস্থিতিতে একদিন অসমে করোনা আক্রান্ত হল ১৫৬ জন, যার ফলে রাজ্যে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৪৮। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৬২ জন এবং মৃত ৪। 

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ জেলা হলগোয়ালপাড়াষ সেখানকার ৯৯টি গ্রামের প্রায় ২৩,০০০ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএসডিএমএ) বন্যার রিপোর্টে বলা হয়েছে, জেলায় ত্রিশটি ত্রাণ শিবিরও খোলা হয়েছে, যেখানে ৮,০০০ লোককে স্থানান্তরিত করা হয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.