করোনার নতুন ভরকেন্দ্র এবার ব্রাজিল, একদিনে সেদেশে মৃত্যু হয়েছে ১,১৭৯ জনের!


Odd বাংলা ডেস্ক: বিশ্বে নতুন করোনার ভরকেন্দ্র হল ব্রাজিল। ব্রাজিলে মঙ্গলবার রেকর্ড সংখ্যায় করোনা রোগী মারা গিয়েছে। জাই বোলসোনারোর দেশে মঙ্গলবারেই মৃত্যু হয়েছে ১,১৭৯ জনের! এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। 

প্রসঙ্গত, গত ১২ মে ব্রাজিলে একদিনে ৮৮১ জনের মৃত্যুর খবর রেকর্ড করা হয়েছিল। পূর্বের সেই রেকর্ড ব্রেক করে দিয়েছে মঙ্গলবারের করোনায় মৃত্যুর পরিসংখ্যান। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, এযাবত ১৭,৯৭১ জন মানুষ করোনায় মারা গিয়েছেন। 

আর এর ফলেই সোমবার করোনা আক্রান্তের নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং স্পেনের পর জায়গা করে নিয়েছে ব্রাজিল। মঙ্গলবার পর্যন্ত ২৭১,৬২৮ জন মানুষ করোনা পজিটিভ। করোনার থাবায় অন্যান্য দেশের মতো ব্রাজিলের অর্থনীতিও ব্যপক ক্ষতিগ্রস্থ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Blogger দ্বারা পরিচালিত.