লকডাউনে আকাশ পরিষ্কার, তোলা সম্ভব হল বৃহস্পতির আসল ছবি



Odd বাংলা ডেস্ক: করোনা ভাইরাসের কারণে পৃথিবীর বেশিরভাগ দেশে চলছে লকডাউন। এর ফলে পরিবেশ দূষণের পরিমাণ কমেছে অনেকটা। আর তাই আকাশ হয়েছে পরিষ্কার। 
আকাশের সীমানা ছাড়িয়ে বহির্বিশ্বের তারা, গ্রহ ও অন্যান্য মহাজাগতিক সদস্যদের নিয়ে মানুষের আগ্রহ আজকের নয়। সম্প্রতি আমরা পেলাম পৃথিবী থেকে তোলা বৃহস্পতির এযাবৎ সবচেয়ে পরিষ্কার ফোটো। হাওয়াই দ্বীপপুঞ্জের মওনা কিয়া আগ্নেয়গিরির গায়ে বসানো জেমিনি নর্থ টেলিস্কোপ দিয়ে 'লাকি ইমেজিং' নামে এক ইনফ্রারেড ইমেজিং পদ্ধতির সাহায্যে এই ফোটো তোলা হয়েছে। ছোট করে বলতে গেলে, এই পদ্ধতি পৃথিবী থেকে মহাকাশের বস্তুর ফোটো তোলার সময় বায়ুমণ্ডলের জন্য তৈরি হওয়া বাধা দূর করে। যে পর্যবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে এই ফোটো তোলা হয়েছে, তাতে শামিল আছে বৃহস্পতির উপর নজরদারির জন্য মার্কিন মহাকাশ গবেষণাকেন্দ্র নাসা থেকে পাঠানো 'জুনো' নামের মহাকাশযানের পাশাপাশি হাবল টেলিস্কোপও। তিনজনে মিলে তোলা বৃহস্পতির কয়েকশো ফোটো একত্রিত করে লাকি ইমেজিং পদ্ধতিতে ওগুলোর ঝাপসা অংশ দূর করে ফোটোগুলো থেকে বৃহস্পতির বায়ুমণ্ডলের নানা রহস্য ফাঁস হয়েছে। ফোটোয় দেখা গিয়েছে পৃথিবী থেকে ৭০কোটি কিলোমিটার দূরের বৃহস্পতির আকাশে বরফ আর জলের মেঘের বজ্রবিদ্যুতের তলায় উজ্জ্বল, উষ্ণ অঞ্চল।
Blogger দ্বারা পরিচালিত.