লকডাউনের মধ্যেই খুলছে CBSE স্কুল, ৩০০০ স্কুল খোলার অনুমতি কেন্দ্রের
Odd বাংলা ডেস্ক: সারা দেশজুড়ে লকডাউনের মধ্যেই স্কুল খোলার সিদ্ধান্ত নিল কেন্দ্র। কেন্দ্রীয় মানব উন্নয়ন মন্ত্রকের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিবিএসসি বোর্ডের প্রায় ৩০০০ স্কুল খোলা হয়েছে। কিন্তু কেন নেওয়া হল এমন সিদ্ধান্ত?
সিবিএসসি-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে, সেইসব পরীক্ষার উত্তরপত্রও মূল্যায়ণ করার জন্যই ওইসব স্কুলগুলি ব্যবহার করা হবে বলে খবর। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল জানিয়েছেন, সিবিএসই-র প্রায় ৩০০০ স্কুল ইভ্যালুয়েশন সেন্টার হিসেবে ব্যবহার করার জন্য খোলা হবে। ওইসব সেন্টার থেকে ১.৫ কোটিরও বেশি উত্তরপত্র শিক্ষকদের কাছে পাঠানো হবে মূল্যায়নের জন্য। উত্তরপত্র দেখার প্রক্রিয়া শেষ করতে হবে ৫০ দিনের মধ্যে।
প্রসঙ্গত ১৯-৩১ মার্চ সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির যেসব বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল তা স্থগিদ হয়ে যায়। গত শুক্রবার, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানান সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির যেসব পরীক্ষা লকডাউনের জন্য হয়নি তা নেওয়া হবে ১-১৫ জুলাই-এর মধ্যে।
Post a Comment