করোনা নিয়েই শিশুর জন্ম, সন্তান প্রসবের সময় আরও সাবধানতা অবলম্বন জরুরি
Odd বাংলা ডেস্ক: রাশিয়ার ককেশাস অঞ্চলে করোনা নিয়েই এক শিশুর জন্ম হয়েছে। বার্তা সংস্থা তাস রবিবার স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ কথা জানায়। বেসলানের নর্থ ওসেটিয়া শহরে জন্ম নেওয়া শিশুটির মা করোনায় আক্রান্ত ছিলেন।
পেরুতে মধ্য এপ্রিলে এ ধরনের অপর একটি ঘটনা ঘটেছিল। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বিশ্বে নবজাতকের কভিড-১৯-এ আক্রান্তের এটি দ্বিতীয় ঘটনা।
আঞ্চলিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, একজন অন্তঃসত্ত্বা নারী করোনায় আক্রান্ত ছিলেন। তিনি করোনায় আক্রান্ত শিশুর জন্ম দেন। ওই মুখপাত্র আরো জানান, তাঁরা এখন বাড়িতেই আছে। মা ও শিশুর অবস্থা স্থিতিশীল।
হাসপাতালের মেটারনিটি ইউনিটের প্রধান হাসান তাগায়েভের উদ্ধৃতি দিয়ে স্থানীয় টেলিভিশন জানিয়েছে, বাচ্চা জন্ম দেবেন এমন ৩৫ নারীর ১৭ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
রাশিয়ায় বর্তমানে দুই লাখ ৮০ হাজারের বেশি লোক করোনায় আক্রান্ত। সংক্রমণের দিক থেকে বিশ্বে যুক্তরাষ্ট্রের পরেই রাশিয়ার অবস্থান। রাশিয়ায় করোনায় মারা গেছে দুই হাজার ৬৩১ জন।
Post a Comment