চাকুরিজীবীদের জন্য দুঃসংবাদ, প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা করবে না কোম্পানি
Odd বাংলা ডেস্ক: লকডাউন কারণে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে EPFO একটি নোটিফিকেশন জারি করেছে ৷ যাতে বলা হয়েছে লকডাউন শেষ না হওয়া অবধি কোনও এমপ্লয়ার বা নিয়োগকারীর যদি কর্মীদের ইপিএফ খাতায় টাকা জমা দিতে দেরি হয় বা তিনি এই মুহূর্তে টাকা জমা করতে অপারগ হন, তাহলে এতে কোনও জরিমানা করা হবে না ৷ এতদিনের ইপিএফ জমায় নিয়ম ছিল যে, মাসের ১৫ তারিখের মধ্যে নিয়োগ সংস্থাকে কর্মীদের টাকা জমা দিতে হত ৷ ইপিএফও-এর এই সিদ্ধান্তে লাভবান হবেন ৬.৫ লাখ নিয়োগ সংস্থা ৷ তবে এই সিদ্ধান্তে দুভাবে ক্ষতিগ্রস্থ হতে পারেন লাখ লাখ চাকুরিজীবীরা ৷ এই সময় EPF অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গেলে চাকুরিজীবীরা হাতে কম টাকা পাবেন ৷ কারণ লকডাউনের এই দু’মাসের টাকা সেখানে যোগ হবে না ৷ অন্যদিকে, নিয়োগ সংস্থার তরফে টাকা দেরিতে জমা পড়ায় সুদও কম পাবেন কর্মচারীরা ৷ মাসের শুরুতে অ্যাকাউন্টের জমা পড়া অর্থের পরিমাণ হিসেব করেই দেওয়া হয় সুদ ৷
Post a Comment