আগামী মোট ১ মাস বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন কোন দিন জানুন
Odd বাংলা ডেস্ক: লকডাউনে বেশির ভাগ অফিস বন্ধ থাকলেও খোলা রয়েছে ব্যাঙ্ক ৷ লকডাউনের জেরে ব্যাঙ্ক টাইমিংয়ে অবশ্য বেশ কিছু বদল করা হয়েছে ৷ সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ব্যাঙ্কের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে ৷ পাশাপাশি গুরুত্বপূর্ণ কাজ থাকলে এখুনি করে নেওয়ার কথা বলা হয়েছে কারণ আগামী তিন মাস অর্থাৎ জুন, জুলাই ও অগাস্ট মাসে ৩০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ এর মধ্যে অবশ্য রবিবার ও দ্বিতীয়-চতুর্থ শনিবার সামিল রয়েছে ৷
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের লিস্ট অনুযায়ী, ৩ মাসে রাখি বন্ধন, জন্মাষ্ঠমী, ইদের ছুটি রয়েছে ৷ ব্যাঙ্ক বেশি দিনের জন্য বন্ধ থাকায় সমস্যায় পড়তে হতে পারে গ্রাহকদের ৷ তাই ব্যাঙ্কের ছুটির লিস্ট জেনে রাখা অত্যন্ত জরুরি ৷
জুন: ৭,১৩,১৪,১৭,২৩,২৪ ও ৩১ জুনের শনিবার ও রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ এছাড়া 18 জুন গুরু হরগোবিন্দ জয়ন্তীতে বেশ কিছু রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷
জুলাই: ৫, ১১, ১২, ১৯, ২৫ ও ২৬ জুলাই শনিবার ও রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ এছাড়া 31 জুলাই ইদের ছুটি ৷
অগাস্ট: ২, ৮,৯, ১৬, ২২, ২৩, ২৯ ও ৩০ অগাস্ট শনিবার ও রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ ৩ অগাস্ট রাখি বন্ধন, ১১ অগাস্ট জন্মাষ্ঠমীর স্থানীয় ছুটি, ১২ অগাস্ট জন্মাষ্ঠমীর গেজেটেড ছুটি, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস, ২১ অগাস্ট তিজ স্থানীয় ছুটি, ২২ অগাস্ট গণেশ চতুর্থীর ছুটি ৷ ৩০ অগাস্ট মহরম, ৩১ অগাস্ট ওনামের ছুটি ৷
Post a Comment