কোয়ারেন্টাইন হোমে জঙ্গিদের বোমা বিস্ফোরণ, নিহত ৭
Odd বাংলা ডেস্ক: লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বাস্তুচ্যুত লোকদের কোয়ারেন্টাইন আশ্রয় কেন্দ্রে বোমা হামলায় অন্তত সাত জন নিহত হয়েছে। আসলে করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকে লিবিয়ার বাড়ি বাড়িতে যারা কাজ করত তাদের বের করে দেওয়া হয়। এমতাবস্থায় তারা আশ্রয় পায় সরকারি কোয়ারেন্টাইন হোমে। কিন্তু সেখানে জঙ্গিরা বোমা বিস্ফোরণ ঘটালে মৃত্যু হয় ৭ জনের। ত্রিপোলির অ্যাম্বুলেন্স সেবা বিভাগের মুখপাত্র মালেক মিরসাত জানান, শনিবার রাতে ফুরনাজ জেলার ওই আশ্রয় কেন্দ্রে বোমা আঘাত হানে। এতে অন্তত ১৭ জন আহত হয়। পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডার খলিফা হাফতার ও ত্রিপোলির ক্ষমতায় থাকা জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বেসামরিক স্থাপনার ওপর সর্বশেষ হামলা এটি। শনিবারের এই হামলার জন্য কোন পক্ষ দায়ী তা অবশ্য জানা যায়নি।
Post a Comment