করোনা আক্রান্তের নিরিখে সারা বিশ্বের মধ্যে রাশিয়াকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এল ব্রাজিল
Odd বাংলা ডেস্ক: ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেইসঙ্গে ক্রমবর্ধমান মৃত্যুমিছিলও। সেদেশে প্রতিদিনই হাজার হাজার মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। সারা বিশ্বে করোনা পরিস্থিতির নিরিখে রাশিয়াকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এল ব্রাজিল!
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে খনর জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬,৫০৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।ফলে এখন পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৩০ হাজার ৮৯০ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৯৬৫ জন। ফলে এখন পর্যন্ত দেশটিতে ২২ হাজার ১৩ জনের মৃত্যু হয়েছে। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলেই করোনায় আক্রান্ত ও মৃ্ত্যু সংখ্যা সর্বাধিক। এরপরেই রয়েছে পেরু। সেখানেও আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে।
ব্রাজিলে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১ লক্ষ ৪২ হাজার ৫৮৭ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস রয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৭৯৮। তবে ৮ হাজার ৩১৮ জনের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।পাশাপাশি করোনা আক্রান্তের নিরিখে সারা বিশ্বের মধ্যে এখনও শীর্ষস্থান ধরে রেখেছে আমেরিকা। আমেরিকার ৫০টি অঙ্গরাজ্যেই এই ভাইরাসের থাবা বিস্তার লাভ করেছে। এই তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিলের স্থান। তারপর তৃতীয় স্থানে রয়েছে রাশিয়ার নাম।
Post a Comment