২৫০ বছরের 'রেকর্ড' ভেঙে ভারতীয় বংশোদ্ভূত স্ত্রীকে ডিভোর্স দিলেন করোনা-জয়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী
Odd বাংলা ডেস্ক: ইতিহাস সৃষ্টি করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গত মাসেই করোনার কবল থেকে সুস্থ হয়ে ফিরে এসেছেন তিনি। আর তারপরই তাঁর ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী মারিনা হুইলারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ আইনি স্বীকৃতি পেল। আর এর সঙ্গেই গত ২৫০ বছরের ইতিহাসে নজির গড়লেন বরিস। কারণ তিনিই হলেন প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি, প্রধানমন্ত্রীর পদে থাকাকালীনই নিজের স্ত্রীকে ডিভোর্স দিলেন!
১৯৯৩ সালে তাঁর প্রথম স্ত্রী অ্যালেগ্রা মোস্টাইন আওয়েনের সঙ্গে বিবাহবিচ্ছেদের মাত্র ১২ দিনের মধ্যেই ম্যারিনা হুইলারকে বিয়ে করেন বরিস। ম্যারিনার বাবা ছিলেন সাংবাদিক এবং তাঁর মা ভারতীয় বংশোদ্ভূত। ইউরোপের এক স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছিলেন বরিস ও ম্যারিনা। তাঁদের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। ২০১৮ সাল থেকে তাঁদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়ে ২ বছর পর তা আইনিভাবে শেষ হল।
প্রসঙ্গত, করোনা যুদ্ধ জিতে ফেরার পর সঙ্গীনি ক্যারি সাইমন্ড-এর সন্তানের বাবা হন বরিস জনসন। করোনার থাবা তাঁকে একেবারে মৃত্যুর মুখেই ঠেলে দিয়েছিল, সেকথা নিজেই জানিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এবার প্রাক্তন স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ফলে ক্যারিকে বিয়ে করার পথে আর কোনও বাধাই রইল না।
Post a Comment