বাড়বে না বাস ভাড়া, মধ্যবিত্তদের জন্য সুখবর
Odd বাংলা ডেস্ক: লকডাউনের মধ্যে বাড়বে না বেসরকারি বাসের ভাড়া। সরকারি বাসের মতোই বর্তমান ভাড়াতেই নামাতে হবে বাস মালিকদের। শনিবার সাংবাদিক বৈঠক করে এমনই জানিয়ে দিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'বেসরকারি বাসে ভাড়া বৃদ্ধি অনুমোদন করছে না রাজ্য সরকার।' বাস ভাড়া বৃদ্ধি নিয়ে খবর 'সত্য নয়' বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন পরিবহণমন্ত্রী। বুধবার বাস মালিকদের ৫টি সংগঠনের সঙ্গে বৈঠকের পর রাজ্যে কনটেনমেন্ট জোনের বাইরে বাস চালানোর প্রস্তাব দিয়েছিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্যবিধি মেনে সর্বাধিক ২০ জন যাত্রী নিয়ে বাস চালানো হচ্ছে কিনা, তা নজর রাখা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছিল। এরপরই বৃহস্পতিবার নিজেদের মধ্যে আলোচনার পর বর্তমান ভাড়ার চেয়ে তিনগুণ বেশি ভাড়া দাবি করে প্রস্তাব পরিবহণ দফতরে জমা দিয়েছিলেন বাস মালিকরা।
পরিবহণমন্ত্রী আজ জানিয়েছেন, লকডাউনেও যাঁদের কাজে যেতে হচ্ছে, তাঁদের কথা চিন্তা করেই আগের তুলনায় সরকারি বাসের সংখ্যা বাড়ানো হবে। সোমবার থেকে জলপথে পরিবহণ এবং ট্রাম চালানোর চেষ্টাও চলছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি আগে ১০০টি ক্যাব নামালেও এবার সংখ্যা বাড়িয়ে ১০০০টি ক্যাব রাস্তায় নামাবে ওলা-উবর। পরিবহণমন্ত্রীর কথায়, যা জরুরি ভিত্তিতে ব্যবহার করা যাবে।
Post a Comment