গাঁজা সেবনে কমতে পারে করোনার প্রকোপ, দাবি বিজ্ঞানীদের


Odd বাংলা ডেস্ক: করোনা আতঙ্কে ভুগছে বিশ্ববাসী। প্রতিদিন হাজার হাজার মানুষ এই মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। সেই সঙ্গে প্রাণও হারাচ্ছেন অসংখ্য মানুষ। করোনার চিকিৎসায় এখনও কোনও ওষুধ বা ভ্যাকসিন উদ্ভাবন করা সম্ভব হয়নি। চলছে গবেষণা। যার জেরে নানা সময়ে উঠে আসছে নিত্য নতুন তথ্য। তেমনই এবার উঠে এল এক অবাক করা তথ্য। করোনার চিকিৎসায় সহায়তা করতে পারে গাঁজার নির্যাস।

কানাডার লেথব্রিজ ইউনিভার্সিটি বিজ্ঞানীরা জানিয়েছেন, গাঁজার মধ্যে শক্তিশালী স্ট্রেইন খুঁজে পাওয়া গিয়েছে, যা করোনাভাইরাস প্রতিরোধ এবং কোভিড-১৯ রোগের চিকিৎসায় সাহায্য করতে পারে। গবেষকদের মতে, এই স্ট্রেইনগুলো এসিইটু পাথগুলোকে প্রভাবিত করতে পারে, যা ভাইরাসটি মানুষের শরীরে প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করে থাকে। এই গবেষণা প্রকল্পের অন্যতম গবেষক ওলগা কোভালচুক জানান, এই রেজাল্টে তাঁরা প্রথমে সম্পূর্ণ হতবাক হয়ে গিয়েছিলেন কিন্তু পরে তাঁরা খুশিই হয়েছিলেন। 

গবেষকরা জানিয়েছেন, গাঁজা করোনা ভাইরাসকে শরীরে প্রবেশের পয়েন্টগুলো ৭০ শতাংশ পর্যন্ত কমাতে পারে। ক্যালগারি হেরাল্ডকে কোভালচুক বলেন, এতে করে একজন ভাইরাসটির বিরুদ্ধে লড়াই করার আরও সুযোগ পান। তাঁদের এই গবেষণার ফলাফল বিশাল প্রভাব ফেলতে পারে- এমন খুব বেশি ওষুধ নেই যেগুলো সংক্রমণটি ৭০-৮০% হ্রাস করার সম্ভাবনা রাখে।

গবেষকরা স্বীকার করেছেন যে এক্ষেত্রে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। তবে তাঁরা এটাও বলেছেন, করোনা প্রতিরোধক হিসেবে গাঁজা মাউথওয়াশ এবং গার্গল প্রোডাক্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। কোভিড-১৯ চিকিৎসায় গাঁজার প্রভাব বিশ্লেষণে পরবর্তী গবেষণাগুলোর জন্য এই গবেষণার ফলাফল গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তবে এর বিপরীতে অন্যান্য বিশেষজ্ঞরা সতর্কতা করে জানিয়েছেন, গাঁজা সেবন করোনাভাইরাস জনিত ঝুঁকি আরো বাড়িয়ে দিতে পারে।
Blogger দ্বারা পরিচালিত.