তবলিগি জামাতের কাছে এত টাকা আসে কোথা থেকে, তদন্ত শুরু করল CBI
Odd বাংলা ডেস্ক: এবার ধর্মীয় সংগঠন তবলিহি জামাতের বিরুদ্ধে শুরু আইনি তদন্ত নতুন করে বিপাকে পড়ল তবলিগি জামাত। ধর্মীয় সংগঠনটির আন্তর্জাতিক যোগসূত্র এবং বিদেশি অনুদান নিয়ে তদন্তের জন্য প্রিলিমিনারি এনকোয়্যারি (পিই) রুজু করল সিবিআই। একথা জানিয়েছেন দুই আধিকারিক।
তাঁরা জানিয়েছেন, কোনও বিদেশি ব্যক্তি বা সংস্থার থেকে অনুদানের ক্ষেত্রে জামাত ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্টের (এফসিআরএ) কোনও বিধি লঙ্ঘন করেছে কিনা, তার উপর প্রাথমিকভাবে জোর দেবে সিবিআই। ইতিমধ্যে সেই তদন্তে কিছুটা এগিয়েছে। দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা থেকে সেই সংক্রান্ত নথি সংগ্রহ করেছেন তদন্তকারীরা এবং তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি জামাতের ৯০০-র বেশি জামাত সদস্যের বিরুদ্ধে যে ৪৭ টি চার্জশিট দাখিল করা হয়েছে, সেই নথিও নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
Post a Comment