CBSE-র পরীক্ষা শুরু হবে জুলাইয়ে, প্রকাশিত হল পরীক্ষার দিনক্ষণ


Odd বাংলা ডেস্ক: জুলাইয়ের প্রথম ২ সপ্তাহের মধ্যে শেষ করে ফেলা হবে সিবিএসই-র দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। জানা গিয়েছে, ১ জুলাই থেকে শুরু হয়ে ১৫ জুলাইয়ের মধ্যেই শেষ করা হবে CBSE-র ক্লাস টেন ও টুয়েলভের বাকি পরীক্ষাগুলি। করোনা সংকটের জেরে মাঝপথেই স্থগিত রাখা হয়েছিল এই পরীক্ষাগুলি।

সম্প্রতি একটি টুইট করে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানিয়েছিলেন, করোনা পরিস্থিতিতে মোট ২৯টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরই পরীক্ষা নেবে CBSE। পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে জরুরি ২৯টি বিষয় বেছে নিয়েই পরীক্ষা নেওয়া হবে। এদিন টুইট করে সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

  • ১লা জুলাই হোম সায়েন্স পরীক্ষা
  • ২রা জুলাই হিন্দি পরীক্ষা
  • ৭ই জুলাই নতুন সিলেবাসের ইনফরমেটিক প্র্যাকটিক্যাল কম্পিউটার সায়েন্স এবং পুরনো সিলেবাসের ইনফরমেটিক্স প্র্যাকটিক্যাল ও কম্পিউটার সায়েন্স এবং তার সঙ্গে ইনফরমেশন সায়েন্স পরীক্ষা।
  • ৯ই জুলাই  বিজনেস স্টাডিজ পরীক্ষা।
  • ১০ই জুলাই বায়োটেকনোলজি পরীক্ষা।
  • ১১ই জুলাই  ভূগোল পরীক্ষা।
  • ১৩ই  জুলাই সোশিওলজি পরীক্ষা।



প্রসঙ্গত, করোনা আবহে জল্পনা ছিল যে, CBSE বোর্ড-পরীক্ষার বাকি পেপার হয়তো আর দেওয়ার সুযোগ থাকবে না। কিন্তু তেমন কোনও আশা নেই। আগামী ১৮ জুলাই থেকে ২৩ জুলাই জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা হবে আগামী ২৬ জুলাই। আর প্রত্যাশামতোই তার আগেই মিটে যাবে CBSE-র পরীক্ষা। 
Blogger দ্বারা পরিচালিত.