উইঘুর মুসলিমদের ওপর চিনের অত্যাচার, মার্কিন সেনেট বিল পাস



Odd বাংলা ডেস্ক: সংখ্যালঘু উইঘুর মুসলিমদের উপর চীনের নির্যাতনের জবাবে একটি বিল অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। বৃহস্পতিবার (১৪ মে) দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের আহ্বানে সিনেট এ আইন অনুমোদন দিল। খবর রয়টার্সের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাস মহামারির জন্য বেইজিংকে দোষারোপ করার পর চীনকে শাস্তি দিতে ওয়াসিংটনের নতুন এই বিল এলো। রিপাবলিকান নেতৃত্বাধীন সিনেট হা-না ভোটাভুটি ছাড়াই সর্বসম্মতিক্রমে বিলটি পাস করে। গত বছরের শেষের দিকে উইঘুরদের ওপর নির্যাতনের প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট হাউস নিজেদের এ আইনটির অনুমোদন দিয়েছিল। বিলটিতে এ ইস্যুতে ঊর্ধ্বতন চীনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করা হয়েছিল যা সেসময় চীনকে ক্ষেপিয়ে তুলেছিল। উল্লেখ্য, মানবাধিকার সংস্থাগুলির হিসেবে শিনজিয়াংয়ে চীনের বন্দিশিবিরে আটক রাখা হয়েছে ১০ লাখের বেশি উইঘুর মুসলমানকে।
Blogger দ্বারা পরিচালিত.