করোনা আবহেই রহস্যজনকভাবে মৃত্যু হল ইজরায়েলের চিনা রাষ্ট্রদূতের
Odd বাংলা ডেস্ক: ইজরায়েলের চিনা রাষ্ট্রদূতের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইজরায়ের টেল আভিভে, তাঁর নিজের বাড়িতেই তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ইস্রায়েলের পুলিশের মুখপাত্র মিকি রোজেনফিল্ড বলেছেন, রাষ্ট্রদূতের মৃত্যু প্রাকৃতিক কারণেই হয়েছে বলে মনে করা হয়।
করোনা মহামারির মধ্যেই ৫৮ বছর বয়সী ডু ওয়েই ইজরায়েলের রাষ্ট্রদূত হিসাবে নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি ইউক্রেনে চীনের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছিলেন। হার্জলিয়ায় রাষ্ট্রদূতের সরকারী বাসভবনে তাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। তাঁর স্ত্রী এবং একটি পুত্রও রয়েছেন, কিন্তু তাঁরা কেউই ইজরায়েলে থাকেন না।
প্রসঙ্গত, চিনের সঙ্গে ইজরায়েলের অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। সাম্প্রতিককালে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। প্রসঙ্গত, তাঁর মৃত্যুর ২দিন আগে মার্কিন বিদেশ সচিব মাইকেল পম্পেও ইজরায়েলে চিনা বিনিয়োগের নিন্দা করেছিলেন এবং করোনাভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে চিন তথ্য গোপন করেছে বলেও দাবি করেন। আর এর ঠিক ২ দিন পরেই ইজরায়েলে চিনা রাষ্ট্রদূতের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।
মাইকেল পম্পেও হিব্রু ভাষার দৈনিক 'ইজরায়েল হায়ম'কে বলেছিলেন যে, চিনা কমিউনিটি পার্টিকে সুযোগ না দিয়ে ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও উনন্ত করার দিকে নজর দেওয়া উচিত।
Post a Comment