প্রেমিকার হাত ধরে পাশাপাশি বসে সিনেমা দেখা যাবে না, লকডাউন উঠে যাওয়ার পরেও ?
Odd বাংলা ডেস্ক: ভারত পৃথিবীর সবচেয়ে বড় লকডাউনের মধ্যে দিয়ে যাচ্ছে ৷ এই মুহূর্তে সোমবার থেকে যে লকডাউন শুরু হয়েছে তাতে আরও পনেরো দিন জুড়ে দেওয়া হয়েছে ৷ চতুর্থ পর্বের এই লকডাউন শেষ হবে ৩১ মে ৷ এই বিষয়ে PVR-র চেয়ারম্যান ও এমডি অজয় বিজলি খবর দিয়েছেন ১৫ জুনের কাছাকাছি খুলতে পারে শপিং মল ৷
এখন থেকে সিনেমা হলেও বদলে যাবে আগের চালু সব নিয়ম ৷ অজয় বিজলি জানিয়েছেন, সিনেমা হলে বসার জন্য নিয়মে বেশ কিছু রদবদল হবে ৷ ফ্যামিলি বা গ্রুপকে পাশাপাশি সিটে বসতে দেওয়া হবে ৷ কিন্তু অন্য লোকদের একেবারে পাশের সিটে বসানো হবে না ৷ লকডাউন পর্বে সিনেমা রিলিজেও যতি চিহ্ন পড়ে গেছে ৷ ফলে সিনেমা হল খুললেই পরপর সিনেমা রিলিজ হবে ৷ তাদের দাবি ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে সিনেমা দেখা সকলের জন্য সহজ বিষয় নয় ৷
Post a Comment