করোনা সচেতনতায় মাস্ক ‘পরল’ ক্রাইস্ট দ্য রিডিমার



Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে ‘মাস্ক’ পরলো ব্রাজিল রিও ডি জেনিরোতে অবস্থিত পর্যটনের প্রতীক ক্রাইস্ট দ্য রিডিমার। মহামারির সময়ে মাস্ক পরার গুরুত্ব বোঝাতে প্রজেকশনের মাধ্যমে ‘ত্রাণকর্তা যিশু’র নাক-মুখ ঢেকে দেওয়া হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। করোনা সংক্রমণে মার্চের মাঝামাঝিতে এ পর্যটন স্পট বন্ধ করে দেওয়া হয়। গত এপ্রিলে ইস্টার সানডেতে করোনার বিরুদ্ধে সামনে থেকে লড়ে যাওয়া বিশ্বের সব স্বাস্থ্যকর্মীদের প্রতি সংহতি জানাতে ক্রাইস্ট দ্য রিডিমারকে চিকিৎসক সাজানো হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭১০ মিটার উঁচুতে অবস্থিত ব্রাজিলের ঐতিহাসিক জাতীয় ঐতিহ্য আবারো করোনার বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিলো। 

রাতের অন্ধকারে স্পষ্ট হলো তার নাক-মুখ মাস্কে ঢাকা। পাথরের তৈরি বিশাল যিশুর গায়ে একটি লাল রঙয়ের হার্ট। তার নিচে পর্তুগিজ ভাষায় লিখা ‘মাসকারা সালভা’, মানে মাস্ক রক্ষা করে। মহামারির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নিয়েছেন ব্রাজিলিয়ান বিশেষজ্ঞরা। ঘরের বাইরে যাওয়ার সময় নিরাপদে থাকতে মাস্ক পরার গুরুত্ব বোঝাতে এ বার্তা। ১৭ মিলিয়ন বাসিন্দা নিয়ে ব্রাজিলের তৃতীয় সর্বোচ্চ জনবহুল শহর রিও ডি জেনিরো। করোনার মারাত্মক ছোবল থেকে রেহাই পায়নি দেশটির রাজধানী। ১১ হাজার ১৩৯ জন সংক্রমিত হয়েছে, মৃতের সংখ্যা ১ হাজার ১৯। গোটা ব্রাজিলে দ্রুত বাড়ছে করোনার সংক্রমণ। ২৬ ফেব্রুয়ারি প্রথম রোগী শনাক্তের পর সোমবার তা এক লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ৭ হাজারের বেশি।
Blogger দ্বারা পরিচালিত.