ব্রাজিলে তৈরি হয়েছে কফিন সংকট, মর্গগুলোতে চলছে বিশৃঙ্খলা
Odd বাংলা ডেস্ক: ব্রাজিলে প্রথম করোনার উৎপত্তি হয় মানাউস শহরে। দিন যাওয়ার সাথে সাথে শহরটিতে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। আর এই মৃত্যু সামাল দিতে হিমশিম খাচ্ছে মর্গগুলো। তৈরি হচ্ছে বিশৃঙ্খল অবস্থা। এরই মধ্যে দেখা গিয়েছে কফিনের সংকট।
লাতিন আমেরিকার মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা ব্রাজিলের। কফিনের সংকটের মুখে অনেকে তাদের প্রিয়জনকে কবর দেওয়ার পরিবর্তে মৃতদেহ পুড়াচ্ছে। এ পরিস্থিতিতে রাজধানী সাও পাওলো থেকে এয়ার যোগে কফিন আনার জন্য আবেদন জানিয়েছে দ্যা ন্যাশনাল ফিউনেরাল হোম অ্যাসোসিয়েশন।
এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার ২শ জন। মৃতের সংখ্যা ৪২৫। তবে পরীক্ষা পদ্ধতি ঠিক থাকলে এ সংখ্যা আরো বাড়ত বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আগে যেখানে মানাউস শহরে দিনে ২০ থেকে ৩৫ জন মারা যেত সেখানে এখন কমপক্ষে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৩০। আইসোলেশন সেন্টারে থাকার বিপক্ষে মানুষ। ব্রাজিলিয়ান অ্যাসোসিয়েশন অব ফিউনারেল সার্ভিস প্রোভাইডারসের সভাপতি ল্যুরিভাল পানহোজ্জি জানান, মানাউস থেকেই মূলত অ্যামাজনে বসবাসকারী সম্প্রদায়ের লোকজন চিকিৎসা সেবা নিয়ে থাকে। সংক্রমণ শুরুর পরে অঞ্চলের বেশিরভাগ মানুষই সামাজিক দূরত্বের নির্দেশনা মানেননি। ফলে হু হু করে বেড়েছে আক্রান্তের সংখ্যা।
Post a Comment