স্বস্তির খবর, কলকাতায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা ৩৪০ থেকে কমে হল ২৮৬
Odd বাংলা ডেস্ক: চারিদিকে যখন কেবলই মহামারি আর মৃত্যুর খবর, তখন খানিকটা হলেও স্বস্তির বার্তা দিল শহর কলকাতা। কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম এদিন জানিয়েছেন কলকাতার ৫৪টি এলাকা কন্টেইনমেন্ট জোনের তকমা-মুক্ত হল।
পুর প্রশাসক জানিয়েছেন, শহরে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ৩৪০ থেকে কমে গিয়ে হল ২৮৬। জানা গিয়েছে, ওই ৫৪টি এলাকার সবকটিই উত্তর ও মধ্য কলকাতার। আরও জানা গিয়েছে যে, নতুন করে কোনও কন্টেইনমেন্ট জোনে করোনা রোগীর খোঁজ না মেলায় সেগুলিকে গ্রিন জোন বলে ঘোষণা করা হয়েছে।
এইরকম জায়গার মধ্যে রয়েছে বেলগাছিয়া, নারকেলডাঙা, রাজাবাজার এবং বৌবাজারের বিস্তীর্ণ এলাকা-সহ দক্ষিণ কলাকাতার টালিগঞ্জ এবং পাটুলির পরিস্থিতিও আগের চেয়ে অনেক ভাল হয়েছে। প্রশাসক জানিয়েছেন, করোনা মোকাবিলায় মাইক্রো প্ল্যানিং করেই সাফল্য পাওয়া গিয়েছে।
Post a Comment