জেলের মধ্যে শিবের পুজো করতে করতে নিজের পুরুষাঙ্গ কেটে ফেললো কয়েদি


Odd বাংলা ডেস্ক: ঘটনা মধ্যপ্রদেশের গোয়ালিয়র সেন্ট্রাল জেলের। কয়েদির নাম বিষ্ণু রাজাওয়াত। জেল কম্পাউন্ডের ভেতরেই রোজ মন্দিরে পুজো করতে যেত সে। মঙ্গলবার ঠিক একই ভাবে সে মন্দিরে গিয়েছিল পুজো করতে। ১৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত ছিল এই ব্যক্তি। 




পুজো করতে করতে আচমকা একটা চামচ দিয়ে নিজের যৌনাঙ্গ কেটে দেয় সেই ব্যক্তি। প্রথমে জেলের নিরাপত্তারক্ষীরাও ঠিক বুঝতে পারেনি। তারপরেই তাঁকে স্থানিয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সে বিপদমুক্ত রয়েছে। এবং ডাক্তাররা জানিয়েছে আরও কিছু সে সুস্থ হলেই তার যৌনাঙ্গ অপারেশন করবেন তারা।  
Blogger দ্বারা পরিচালিত.