নাইট ক্লাবে অবাধ যৌনতা, নতুন করে ছড়াচ্ছে করোনা



Odd বাংলা ডেস্ক: নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করায় রাজধানী সিউলের সব নৈশক্লাব বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দক্ষিণ কোরিয়া। শনিবার এক প্রেস ব্রিফিংয়ে সিউলের মেয়র পার্ক উন-সুন এ ঘোষণা দিয়েছেন। কোরিয়া সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, বৃহস্পতিবার সিউলের কাছের শহর ইয়োঙ্গিনে ২৯ বছরের এক ব্যক্তির করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি ১ ও ২ মে ইটায়িউন এলাকার কয়েকটি নৈশক্লাবে গিয়েছিলেন। এরপর থেকে আরও ৪০ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ২৭ জনই সিউলের। দক্ষিণ কোরিয়ায় করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন ঘোষণা করা হয়নি। তবে দেশটিতে এর বাইরে অন্যান্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে নৈশক্লাবগুলোতে প্রবেশকারীদের নাম-ঠিকানার বিস্তারিত তথ্য লিখিত আকারে দেওয়া। সিউলের মেয়র পার্ক জানান, করোনায় আক্রান্ত ২৯ বছরের ওই ব্যক্তিটি মোট তিনটি নৈশক্লাবে গিয়েছিলেন। 

এসব স্থানে ওই সময় ১ হাজার ৯৪৬ জন ছিলেন বলে জানা গেছে। এদের মধ্যে মাত্র ৬৪৭ জনকে চিহ্নিত করা গেছে। কোরিয়া সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের উপপরিচালক কুন জুন-উক জানান, নৈশক্লাবে ওই ব্যক্তির প্রবেশের কয়েক দিন আগে আরো কয়েক জন করোনা আক্রান্ত ভিন্ন নৈশক্লাবে গিয়েছিলেন। তাই করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত প্রায় ১১ হাজার মানুষ করোনায় আক্রান্ত হেয়ছেন। এদের মধ্যে মারা গেছেন ২৫৬ জন। ভাইরাস আক্রান্তদের অধিকাংশই ইতোমধ্যে সুস্থ হয়েছেন।
Blogger দ্বারা পরিচালিত.