চীনে আবার করোনা সংক্রমণ শুরু, শুলান শহরে লকডাউন জারি



Odd বাংলা ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে ফের বেড়েছে ভাইরাসটির সংক্রমণ। দেশটির সীমান্তবর্তী শহর শুলানে নতুন করে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সেখানে লকডাউন জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। রোববার শহরটিতে নতুন আরো ১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের সবাই করোনায় আক্রান্ত এক লন্ড্রি কর্মী নারীর স্বজন। ৪৫ বছর বয়সী ওই নারী থেকে সংক্রমণ ছড়িয়ে তার স্বামী, বোন ও পরিবারের আরো কয়েকজন সদস্য আক্রান্ত হয়েছেন বলে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। তবে সাম্প্রতিক সময়ে ওই নারী কোথাও ভ্রমণ করেননি বলে দাবি করা হয়েছে। এদিকে সংক্রমণ আকস্মিক বেড়ে যাওয়ায় শহরের সকল গণজমায়েতের স্থান বন্ধ ঘোষণা করে বাসিন্দাদের নিজ বাড়িতেই অবস্থান করার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া শহরটিকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বন্ধ করে দেয়া হয়েছে গণপরিবহনও। চীনের জিলিন প্রদেশের শুলান শহরের পাশেই উত্তর কোরিয়ার সীমান্ত। উত্তর কোরিয়ায় এখন পর্যন্ত কেউ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়নি বলে দাবি করে আসছে দেশটির সরকার। তবে পর্যবেক্ষকদের ধারণা ভাইরাস সংক্রমণের ঘটনা সরকারিভাবে ধামাচাপা দেয়া হয়েছে উত্তর কোরিয়ায়।
Blogger দ্বারা পরিচালিত.