দেশে করোনা আক্রান্তের সংখ্যা দেড় লক্ষাধিক! পাল্লা দিয়ে বেড়ে মৃতের সংখ্যা ৪,৩৩৭


Odd বাংলা ডেস্ক: গত ২৪ ঘন্টার মধ্যে ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬,৩৮৭ জন। যার ফলে আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত তথ্যে দেখা গিয়েছে, সারা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ ছাড়ালো। এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১,৫১, ৭৬৭। 

পাশাপাশি শেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৭০ জনের। যার ফলে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৩৩৭ এবং করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৬৪,৪২৬ জন। 

এই সপ্তাহের শুরুতে টানা চার দিনের রেকর্ড রেকর্ড মাত্রায় করোনার সংক্রমণ বাড়ার ফলে ভারত প্রথম দশটি সর্বাধিক ক্ষতিগ্রস্থ দেশের তালিকায় নাম তুলেছে। গত ২১ মে থেকে প্রতিদিন ৬০০০-এরও বেশি নতুন করোনা মামলা নথিভুক্ত করা হচ্ছে।

মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট এবং দিল্লি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ রাজ্য হিসাবে উঠে এসেছে। সারা দেশের মধ্যে কেবল মহারাষ্ট্রেই ৫০,০০০ এরও বেশি কোভিড-১৯ সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। চতুর্থ দফা লকডাউন শিথিল করায় সমস্ত অভ্যন্তরীণ ফ্লাইটের এক-তৃতীয়াংশ পুনরায় চালু করার পর আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে, অন্তত এমনটাই ধরা পড়েছে পরিসংখ্যানে।
Blogger দ্বারা পরিচালিত.