গত ৩ দিনে আক্রান্ত ১০,০০০! ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫০,০০০ ছাড়ালো


Odd বাংলা ডেস্ক: কেরলে প্রথম কোভিড-১৯ রোগীর হদিশ যাওয়ার পর থেকে গত চার মাসেরও বেশি সময় পেরিয়েছে। এরপর বুধবারই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫০,০০০ ছাড়িয়ে গেল। গত তিন দিনের মধ্যেই ১০,০০০ রোগীর শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। গত ৫ মে সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া বুলেটিনে সবচেয়ে বেশি আক্রান্তের নজির পাওয়া গিয়েছিল - কারণ গত ২৪ ঘণ্টায় ৩,৯০০-এরও বেশি মানুষের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছিল। 

বিশেষজ্ঞদের কথায় ভাইরাসটির প্রভাব এখনও শীর্ষে পৌঁছায়নি, তবে আগামী সপ্তাহগুলিতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। স্বাস্থ্যমন্ত্রক তরফে দেওয়া পরিসংখ্যান অনুসারে, আজ সকাল পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৪৯,৩৯১। এই পরিংসখ্যান উত্তর প্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, বিহার, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাট-এই নয়টি রাজ্যের ওপর করা হয়েছে। দিল্লিতে এদিন সর্বোচ্চ ৪২৮ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।যার ফলে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছেছে ৫৩,১৮৬। তবে ইতিমধ্যে ১৪,০০০-এরও বেশি মানুষ করোনার কবল থেকে সুস্থ হয়ে ফিরে এসেছেন। 
Blogger দ্বারা পরিচালিত.