দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ হাজারের গণ্ডি পেরোলো! মৃতের সংখ্যা বেড়ে হল ২,৮৭২
Odd বাংলা ডেস্ক: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে আজ জানানো হয়েছে যে, ভারতে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্তের সংখ্যা ৪,৯৮৭। অর্থাত শেষ ২৪ ঘণ্টায় ভারতে প্রায় ৫০০০ মানুষ করোনায় আক্রান্ত, যা কিনা নিঃসন্দেহেই খুবই উদ্বেগের। এর ফলে দেশের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ায় ৯০,৯২৭! পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১২০ জনের। এর ফলে সারা দেশের মৃতের সংখ্যা বেড়ে হল ২,৮৭২ জন।
তবে এখনও পর্যন্ত সারা দেশে প্রায় ৩৪,০০০ মানুষ করোনার কবল থেকে সুস্থ হয়ে ফিরেছেন। যার ফলে দেশে সুস্থতার হার এই মুহূর্তে ৩৭.৫১ শতাংশ। সারা দেশের মধ্যে মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু এবং গুজরাটে ভারতের সর্বাধিক সংখ্যক করোনা রোগী ধরা পড়েছে।
Post a Comment