পশ্চিমবঙ্গে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৮! আক্রান্ত বেড়ে ১৩৪৪, চিকিৎসা চলছে ৯৪০ জনের


Odd বাংলা ডেস্ক: আতঙ্ক বাড়িয়ে রাজ্যে ফের বাড়ল করোনায় মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ৭ জনের, যার ফলে এই মুহূর্তে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে গিয়ে হল ৬৮! সমান তালে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যাও। যা এই মুহূর্তে দাঁড়িয়ে ১৩৪৪-এ। পাশাপাশি এই মুহূর্তে রাজ্যে ৯৪০ জন করোনা রোগী চিকিৎসা রত। 

লকডাউনের ৪২-তম দিনে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মঙ্গলবার এই পরিসংখ্যানই দিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দোপাধ্যায়। তবে আক্রান্তের পাশাপাশি করোনা যুদ্ধ জিতে জয়ীও হচ্ছেন অনেকে। এরাজ্যে এখনও পর্যন্ত করোনা মোকাবিলায় জিতে ফেরেছেন ২৬৪ জন। তবে আশঙ্কার খবর হল গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৮৫ জনের শরীরে করোনার সংক্রমণ ধরে পড়েছে। 

Blogger দ্বারা পরিচালিত.