সমৃদ্ধির গোপন সূত্র লুকিয়ে রয়েছে নতুন নোটের চেহারায়, জানাচ্ছে ফেং শ্যুই

po


Odd বাংলা ডেস্ক: নতুন ৫০০ আর ২০০০ টাকার নোটের চেহারা নিয়ে ইতিমধ্যেই উত্তাল সোশ্যাল মিডিয়া। একটা বড় অংশের মানুষ এদের চেহারা না-পসন্দ বলে জানিয়েছেন। অনেকে এ কথাও বলে সান্ত্বনা পেতে চাইছেন, ‘কালার অফ মানি’ যা-ই হোক না কেন, টাকা তো টাকাই। কিন্তু একেবারে ভিন্ন সুর গাইছেন ফেং শ্যুই বিশেষজ্ঞরা। তাঁরা নতুন নোটের চেহারা বিশ্লেযণ করে দেখাচ্ছেন— দুই নোটই নাকি দারুণভাবে ফেং শ্যুই-সম্মত। দেশের আর্থিক প্রগতির গোপন সূত্র নাকি লুকিয়ে রয়েছে নতুন নোটের লুক অ্যান্ড ফিল-এর উপরেই। কী বলতে চাইছেন তাঁরা, জেনে নেওয়া যাক। 

১. নতুন ৫০০ টাকার নোটের রং সবুজ, যা সুষম অবস্থার প্রতীক। এমন রঙের টাকা জীবনে স্থিতিশীলতা নিয়ে আসে।
২. সবুজ সমৃদ্ধিরও প্রতীক। নতুন ৫০০ টাকা তার বাহকের জীবনে ঋদ্ধি যোজনা করতে পারে।
৩. সবুজ রংটির সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ আর ইতিবাচক মনোভাবও। সেদিক থেকে দেখেলে এই রং দেশের অর্থনীতিতে নতুন যুগসূচনাও করতে পারে।
৪. সবুজ স্বচ্ছতার প্রতীক। সুস্থ অর্থনীতিকে ব্যক্ত করতে পারে এই রঙের নোটের প্রচলন।
৫. নতুন ২০০০ টাকার নোটের রং পার্পল। হিন্দু ঐতিহ্য অনুসারে এই রংটি ধনদা দেবী লক্ষ্মীর সঙ্গে সংশ্লিষ্ট।
৬. জীবনে সাফল্য আনতে পার্পল রঙের জুড়ি নেই, জানায় ফেং শ্যুই। অধিক পরিমাণ ধনার্জন যে অধিক পরিমাণ সাফল্য, তা ব্যক্ত করেবে ২০০০ টাকার নোট।
৭. পার্পল রংটি বৃদ্ধিকে সূচিত করে। এই রঙের নোটের অধিকারীরা ধনবৃদ্ধি আশা করতেই পারেন।
৮. ব্যবসা বাড়াতে ফেং শ্যুই বিশেষজ্ঞরা পার্পল রংকে দেহে ধারণ করতে উপদেশ দেন। নতুন ২০০০-এর নোট সেই কাজটি বাই ডিফল্ট করে দেবে।
৯. পার্পল জীবনে নতুন সুযোগের পথ উন্মুক্ত করতে পারে। নতুন ২০০০ টাকার নোট দেশের সামনে খুলে দিতে পারে নয়া ভবিষ্যৎ।
Blogger দ্বারা পরিচালিত.