কলকাতা থেকে আর কত দূরে আমফান?
Odd বাংলা ডেস্ক: যত সময় যাচ্ছে এ রাজ্যের ততই কাছে এসে পড়ছে ‘সুপার সাইক্লোন’ আমফান ৷ মঙ্গলবার রাত সাড়ে আটটায় দেওয়া শেষ রিপোর্টে আবহাওয়া দফতর জানিয়েছে, দিঘা থেকে মাত্র ৫১০ কিমি দূরে রয়েছে আমফান ৷ সেই হিসাব অনুসারে কলকাতা থেকে মাত্র প্রায় ৬৯২ কিলোমিটার দূরে আছে এই ঘূর্ণিঝড়। ওড়িশার বন্দর শহর পারাদ্বীপ থেকে ৩৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে রয়েছে এই ঘূর্ণিঝড়। স্থলভাগে যখন আছড়ে পড়বে, তখন ঝড়ের গতিবেগ হবে ১৫৫-১৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। এমনকী, তা ১৮৫ কিমিও ছাড়িয়ে যেতে পারে। সেই সঙ্গে হবে প্রবল জলোচ্ছ্বাস এবং ঝড়-বৃষ্টি ৷ আগামিকাল, বুধবার সারাদিনই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে ৷
Post a Comment