এবার ঝড় ধেয়ে আসছে উত্তরবঙ্গের দিকে



Odd বাংলা ডেস্ক: হাওয়া অফিস সূত্রে খবর রবিবার থেকে ঝড় হতে পারে উত্তরবঙ্গের ৫ জেলায়। ৬০-৭০ কিলোমিটার গতিবেগ থাকবে হাওয়ার। শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গেও আবার ঝড়ের সম্ভাবনা। ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে বইতে পারে দমকা হওয়া। কালবৈশাখীরও সম্ভাবনা তৈরি হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহারে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। রবিবার থেকে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।কলকাতায় মূলত মেঘলা আকাশ দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ঝড়-বৃষ্টির প্রভাবে এক ধাক্কায় ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নেমে গিয়েছে ।
Blogger দ্বারা পরিচালিত.