কোয়ারেন্টাইন সেন্টারেই নাচের আসর, সঙ্গে মদ, বিহারের স্কুলে আজব আইসোলেশন



Odd বাংলা ডেস্ক: কোয়ারেন্টাইন সেন্টারে নাচের আসর বসানোর অভিযোগ উঠল এবার। এমন ঘটনা ঘটেছে বিহারে।
বিহারের সমস্তিপুরা জেলার এক কোয়ারেন্টাইন সেন্টারে এভাবেই চলছে মদ ও নাচের আসর। বিষয়টি প্রকাশ্যে আসার পরই তদন্তের নির্দেশ দিয়েছে সেখানের প্রশাসন। কোয়ারেন্টাইন সেন্টারে মনোরঞ্জনের জন্য বাইরে থেকে নর্তকীদের আনিয়ে আসর বসানোর এমন খবরে অনেকেই হতবাক হয়েছেন।


ভারতীয় একটি সংবাদ সংস্থা তাদের ভেরিফায়েড টুইটারে সেই নাচের আসরের ছবিটিতে দেখা যায়, একটি স্কুল বিল্ডিংয়ের সামনে অন্তত তিন জন নারী নাচছেন। তাদের সামনে মাইক্রোফোন দাঁড় করানো রয়েছে। বিদ্যুতের আলোর ব্যবস্থা করা হয়েছে নাচ দেখার জন্য। আর আর সেই নাচের মঞ্চে কয়েকজন বসেও রয়েছেন। তারা সম্ভবত হারমোনিয়াম বা অন্যান্য বাদ্যযন্ত্র বাজাচ্ছেন। আর আশপাশে ভিড় করে বেশ কয়েকজন সেই নাচ-গান দেখছেন
Blogger দ্বারা পরিচালিত.