বড় খবর! দূরদর্শনের কর্মচারীর করোনায় মৃত্যু, রাতারাতি অফিস পরিবর্তন



Odd বাংলা ডেস্ক: সূত্রের খবর অনুযায়ী জাতীয় টেলিভিশন দূরদর্শনের এক ক্যামেরাম্যানের মৃত্যু হয়েছে করোনায়। সে আউটডোর ইউনিট এবং ইনডোর ইউনিট উভয়েই কাজ করত। তারই মাঝে ওই ক্যামেরাম্যান করোনা আক্রান্ত হয়ে মারা গেছে বলে খবর। 

এদিকে এই খবর জানাজানি হতেই মান্ডিহাউসে থাকা দূরদর্শন ভবনের কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা দাবি জানাতে থাকেন অবিলম্বে যেন তাদের ছুটি দিয়ে দেওয়া হয়। কিন্তু বিশেষ সূত্রে খবর দূরদর্শনের আধিকারিকরা জানান যে দেশের মূল গণমাধ্যমকে এভাবে বন্ধ করে দেওয়া সম্ভব নয়। আর তাই দূরদর্শনের মুখ্য অফিস দিল্লির মান্ডি হাউস থেকে সরিয়ে খেঁরগাও-এর অফিসে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সেখান থেকেই চলবে সমস্ত অপারেশন। 
Blogger দ্বারা পরিচালিত.