বিমান উড়তেই জানা গেল পাইলটের করোনা, জরুরি অবতরন



Odd বাংলা ডেস্ক: বন্দে ভারত মিশনে মস্কো পাড়ি দিচ্ছিল এয়ার ইন্ডিয়ার বিমান ৷ শনিবার দিন সেই বিমান মাঝপথ থেকেই ফের দিল্লি ফিরে এল ৷ দিল্লি থেকে মস্কোর বিমান যখন উড়েছিল তখন বিমানকর্মীরাই বুঝতে পারেন একজন পাইলট কোভিড-১৯ পজিটিভ ৷ এটাই জানিয়েছেন আধিকারিকরা ৷ এয়ার ইন্ডিয়ার সিনিয়র অফিসাররা জানিয়েছেন, ‘ মস্কোয় আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনতে যাচ্ছিল বিমানটি , তাতে কোনও যাত্রী ছিল না ৷ উজবেকিস্তান এয়ারস্পেস গ্রাউন্ডের কর্মীরা বুঝতে পারেন একজন পাইলট করোনা পজিটিভ ৷ ’ তিনি আরও বলেন, ‘সেই মুহূ্র্তেই ফ্লাইট ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয় ৷ শনিবার সকাল ১২.৩০ এ বিমানটি দিল্লিতে ফিরে আসে ৷ ’ পুরো ফ্লাইটের ক্রুদের কোয়ারেন্টাইন করা হয়েছে ৷ আধিকারিকরা জানিয়েছেন, মস্কোতে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনতে অন্য ফ্লাইট যাবে ৷
Blogger দ্বারা পরিচালিত.