ভাই বোবা, বোন পাগল, লকডাউনে অনাহারে দিন কাটছে তাদের



Odd বাংলা ডেস্ক: সামিমা-রহমত দুই ভাইবোনই জন্মগত প্রতিবন্ধী। একজন 'বাক' অপরজন 'বুদ্ধি'। তাদের বাবা বেঁচে নেই। কেরলের উডুপি অঞ্চলের কালাক গ্রামে একটি ভাঙা কুটিরে তাদের বসবাস। ভিটেটুকু ছাড়া এক ইঞ্চি জমি নেই। হাঁটা চলার পথটিতেও প্রতিবেশী নালা কেটে দিয়েছেন। মূলত পরের ফায় ফরমায়েশ খেঁটে আর চেয়ে চিন্তে খাবারের জোগাড় হতো দুই ভাইবোনের। মহামারি করোনার কারণে এখন সে পথও বন্ধ। আশপাশের প্রতিবেশীরা ভাল নেই। ক্ষুধার জ্বালা নিয়ে এখন খুবই কষ্টে দিন কাটছে তাদের। সরকারি সহায়তাও যে জোটেনি, এতটুকু বলার সাধ্যও নেই বাক প্রতিবন্ধী রহমতের। তবে ইশারা ইঙ্গিতে বুঝিয়েছেন, কিছুই জোটেনি এখনও।

এদিকে স্থানীয়রা নিজেরাও আছে খুব কষ্টে। তাহলে কী করে কাটছে তাদের দিন? কোনও উত্তর নেই। বোবা রহমত চুপ করে শুধু চেয়ে থাকে। ইশারায় বলে পাশের বাড়ি থেকে ভাতের মার ও বাসি সাম্বার চেয়ে এনে খাচ্ছে তারা। স্থানীয় এলাকায় মুসলিমদের ভালো চোখে দেখছে না হিন্দুরা। ভাবছে মুসলিমরা করোনা আক্রান্ত। তাই এই দুই ভাই-বোন ভিক্ষাও চাইতে যেতে পারছে না। 
Blogger দ্বারা পরিচালিত.