ব্যাঙ্কে এই বুদ্ধিতে করুন FD, মন্দার বাজারেও মিলবে মোটা সুদ



Odd বাংলা ডেস্ক: ফিক্সড ডিপোজিটে মোটা আয় সম্ভব ! FD সংক্রান্ত সামান্য বিষয়ই বেশিরভাগ মানুষ জানেন, প্রতি মাসে এফডি থেকে আয় করতে গেলে জানতে হবে বিশদে ৷ FD-তেও প্রতি মাসে টাকা বিনিয়োগ করা সম্ভব, এই ধরনের অপশন বেশ কয়েকটি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে মিলবে ৷ এরফলে প্রতি মাসেই একটি আয়ের রাস্তা খোলা থাকছে ৷ ফিক্সড ডিপোজিটে মাসিক সুদের টাকাও প্রতি মাসে পাওয়া সম্ভব ৷ এই বিশেষ ধরনের ফিক্সড ডিপোজিট আর পাঁচটি ফিক্সড ডিপোজিটের মতই তবে সুদের ক্ষেত্রে একটু আলাদা ৷ সাধারণত কোনও ফিক্সড ডিপোজিটের সুদের টাকা মেয়াদ পূরণ হওয়ার পরে একসঙ্গে পাওয়া যায় ৷ তবে কোনও কোনও ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের টাকা মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা ৬ মাস অন্তর পাওয়া যায় ৷ এই বিশেষ FD-কে মান্থলি ইনকাম (মাসিক আয়) FD বলা হয়ে থাকে ৷ কিছু ব্যাঙ্কে নিয়মিত এফডিতে প্রতি মাসে সুদের টাকা পাওয়া যায়, তেমনই বেশ কিছু ব্যাঙ্কে মাসিক সুদ পেতে গেলে পৃথক ফিক্সড ডিপোজিট করতে হয় ৷ মান্থলি ইনকাম ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে প্রতি মাসে সুদের টাকা গ্রাহকের সেভিংস অ্যাকাউন্টে সরাসরি জমা পড়ে ৷ এই অপশনে নমিনেশন, প্রিম্যাচিউর উইথড্রল, লোন ওভারড্রাফটের মত সুবিধা রয়েছে ৷ SBI-এর রেগুলার এফডিতে সুদ প্রতি মাসে পাওয়া যায়, এমনই সুবিধা রয়েছে এই বিশেষ প্রকল্পে ৷ এমনকী ত্রৈমাসিক সুদের বিশেষ সুবিধাও আছে ৷ বিশদ বিবরণের জন্য ব্যাঙ্কের ওয়েবসাইট দেখতে পারেন গ্রাহকেরা
Blogger দ্বারা পরিচালিত.