বাতকর্ম চাপলেও সাবধান! অজান্তেই হাওয়া বেরোবে অন্যপথে
Odd বাংলা ডেস্ক: দৈহিক প্রয়োজন বলে, বাতকর্ম পেলেই স্রেফ ছেড়ে দাও। তবে মানুষ কিনা সামাজিক প্রাণী! একটু তো ভাবনাচিন্তা করতেই হয়। পাবলিক প্লেসে অপদস্থ হওয়ার জ্বালা যে কী বিষম বস্তু! তাই একান্তই যদি পাবলিক প্লেসে আপনি বাতকর্ম করতে না চান, তাহলে অন্য অপশনও রয়েছে। আপনার অজান্তেই মুখ দিয়ে ‘হাওয়া’ বেরিয়ে যায়। আপনি জানতেও পারেন না। এমনটাই বলছে গবেষণা। বাতকর্মের উপরেই অদ্ভূত এক গবেষণা করেছেন নিউ সাউথ ওয়েলসের নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়ের প্রোফেসর ক্লেয়ার কলিন্স। ‘দ্য কনভারসেশন’ নামের এক আন্তর্জাতিক ওয়েবসাইটে এক গবেষণালব্ধ প্রবন্ধ লেখার জন্যই তথ্য সংগ্রহ করছিলেন তিনি। সেখানেই উঠে আসে সেই চাঞ্চল্যকর তথ্য। ‘দ্য কনভারসেশন’ ওয়েবসাইটে মূলত গবেষণাধর্মী আর্টিকলটি প্রকাশিত হয়।
সেখানেই নিজের আর্টিকলে নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জানিয়েছেন, ‘‘স্বেচ্ছায় বাতকর্ম নিয়ন্ত্রণের ফলে পেটের মধ্যে বেজায় অস্বস্তি তৈরি করে। তার পরেই পেট ফাঁপতে থাকে। সেই সময়ে কিছু পরিমাণ বাতকর্ম রক্তসঞ্চালনায় মিশে যায়। শ্বাস প্রশ্বাসে মিশে গিয়ে মুখ দিয়েই নির্গত হয় তা।’’
তিনি জানাচ্ছেন, ‘‘বাতকর্ম চাপার প্রচেষ্টায় কিছু বায়ু আবার অন্ত্রের প্রাচীরে শোষিত হয়। কিছু অংশ ফুসফুস, রক্তে মিশে যায়। এবং শেষ পর্যন্ত পায়ুপথে নিষ্কাষিত হয়। এবং কিছু অংশ মুখগহ্বর দিয়ে নির্গত হয়।’’
Post a Comment