আমফান! আজ ভুলেও এই কাজগুলি করবেন না, নইলে পড়ে যাবেন বিপদে




Odd বাংলা ডেস্ক: জেলায় জেলায় শুরু হয়েছে দুর্যোগ। আবহবিদদের অনুমান, দুপুর তিনটের পরেই রাজ্যে আছড়ে পড়তে চলেছে আমফান। এই পরিস্থিতিতে আইএমডি এবংরাজ্য প্রশাসন সূত্রে বারবারই বলা হয়েছে এই বিষয়গুলিতে সতর্ক থাকতে। কোনও ভাবেই রাস্তায় বের হওয়া চলবে না এদিন দুপুর ১২ টার পরে। মুখ্যমন্ত্রীর অনুরোধ পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বাড়ি থেকে বের হওয়া চলবে না। বাড়ির অবস্থা খারাপ হলে একটুও দেরি না করে অন্যত্র সরুন বা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। উপকূলবর্তী অঞ্চলের মানুষজন ঘরে শুকনো খাবার মজুত রাখুন। বহুক্ষণ বিদ্যুৎহীন থাকতে হবে, আগাম প্রস্তুতি নিন। আমফানের জেরে দীর্ঘ সময় বিদ্যুৎ নাও থাকতে পারে। কাজেই আগেভাগেই মোবাইল চার্জ করিয়ে রাখুন। আজ অযথা মোবাইলে গান শুনে গেম খেলে চার্জ শেষ করবেন না।
Blogger দ্বারা পরিচালিত.